সালমানের রায় ঘোষণার সময় যা হলো আদালতে…
প্রকাশিত হয়েছে : ১:১৪:০৬,অপরাহ্ন ০৬ মে ২০১৫
বিনোদন ডেস্ক :: ‘হিট এন্ড রান’ মামলার রায় ৬ মে ঘোষণা হবে, এটা গত মাসেই ঠিক করা ছিলো। তাই কাশ্মিরে ‘ভাজিরাঙ্গি ভাইজান’ সিনেমার শ্যুটিং বন্ধ করে মুম্বাইয়ের বাসায় অবস্থান করেছিলেন অভিনেতা সালমান। ৬ মে সকাল সোয়া ১১টার দিকে তিনি মুম্বাইয়ের আদালতে বাবা ও দুই বোন আভিরা ও অর্পিতা খানের সাথে হাজির হোন। সেখানে বাদী ও বিবাদী পক্ষের যুক্তি তর্কের ভিত্তিতে দুপুর বারোটার দিকে সালমানের বিরুদ্ধে অভিযোগ প্রমান করেন আদালত। তাকে সে সময়ই দোষী সাব্যস্ত করা হয়। সালমানকে আদালত যখন দোষী হিসেবে গণ্য করে, তখন পুরো আদালত জুড়ে এক বিষণ্নতার চাদরে ছেয়ে যায়। রায় ঘোষণার সময় আদালতের কিছু ঘটনা…
সালমান খানের বোন আভিরা আদালতের মধ্যে চিৎকার করে উঠেন। মূষড়ে পড়েন সালমান নিজেও, ক’ফোটা চোখের জলও ঝরে পরে সালমানের চোখ থেকে।
আদালতে ‘হিট এন্ড রান’ মামলায় করা আনিত অভিযোগ সম্পর্কে সালমানকে আইনজীবী জিজ্ঞেস করলে তিনি সরাসরি সেই অভিযোগ প্রত্যাখ্যান করেন।
যুক্তি তর্কের সময় সালমনের খানের আইনজীবী যখন বিষয়টি সম্পর্কে বুঝতে পারেন, তখন চিৎকার করে বলে উঠেন, ‘হে মহামান্য আইনজীবী, আপনি সালমানকে এতো শাস্তি দিতে পারেন না, কারণ তিনি একজন অভিনেতা’।
সবশেষে যখন হত্যা মামলার জন্য তাকে সাব্যস্ত করা হয়, এবং দুপুর প্রায় ২টার সময় সাজার মেয়াদ পাঁচ বছরের জেল ঘোষণা করে আদালত তখন সালমান আদালতের ভিতর পাশে দাড়িয়ে থাকা বোন অর্পিতার কাঁধে মাথা হেলিয়ে দেয়। যা কিনা আদালতের শৃঙ্ক্ষলা ভঙ্গের সামিল!