সাবেক মন্ত্রী মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
প্রকাশিত হয়েছে : ১১:২৯:৩৮,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: চাঁদপুরে চুরি-ছিনতাইয়ের এক মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চাঁদপুরের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে এ আদেশ জারি করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শায়লা শারমিন।
মিলনের আইনজীবী মইনুল ইসলাম জানান, ২০১০ সালে চাঁদপুরের কচুয়া উপজেলার আমুজান এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে আ’লীগ কর্মী পলাশ মিয়া বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় ২৭ জানুয়ারি আদালতে শুনানির দিন ধার্য ছিল। আসামি আদালতে উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এদিকে, এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী তথ্য বিবরণী মামলায় হাজির না হওয়ায় মিলনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি কার হয়।
উল্লেখ্য আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় মোট ৩১টি মামলা দায়ের করা হয়।