সাবেক-বর্তমানদের প্রশংসায় ভাসলেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:৩৫,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক:: গাভাস্কার-বোর্ডার টেস্ট সিরিজের শেষদিকে এসে হটাৎ করেই টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন মহেন্দ্র সিং ধোনি। সিরিজের শেষ ম্যাচটিতে তাই বিরাট কোহলির নেতৃত্বে মাঠে নামবে সফরকারীরা। এদিকে ধোনির অবসর নিয়ে কথা বলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তাদের মতে, ধোনি ভারতের সবচেয়ে সফল এবং সর্বোপরি বর্তমান সময়ে ক্রিকেট দুনিয়ার শ্রেষ্ঠ অধিনায়ক।
ভারতের ‘দ্য ওয়াল’ খ্যাত সাবেক ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের মতে, নেতৃত্বের ক্ষেত্রে ধোনি উদাহরণ হয়ে থাকবে।
তবে টেস্ট ধোনির ব্যক্তিগত পারফর্মেন্স বা অধিনায়কত্ব নিয়ে বারবারই প্রশ্নবিদ্ধ হয়েছেন এমএস। এ বিষয়ে দ্রাবিড় বলেন, ‘ এটা সত্যি যে টেস্ট ক্রিকেটে তার খুব ভালো কোন রেকর্ড নেই। আপনি যদি সাবেক অজি অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের সাথে তুলনা করেন সেক্ষেত্রে সে অবশ্যই ভালো খেলোয়াড় নয়। তবে আপনি যদি ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান অধিনায়কদের সাথে তুলনা করেন যারা লোয়ার অর্ডারে ব্যাট হাতে মাঠে নামতেন অথবা ৯০টি টেস্ট খেলেছেন, তাহলে একথা বলতেই হবে ধোনি একজন অসাধারণ টেস্ট ক্রিকেটার এবং তিনি নিজেকে নিয়ে গর্ব করতেই পারেন।’
রাহুল তার টুইটার একাউন্টে লিখেছেন, ‘যদি পরবর্তী প্রজন্মের কোন শিশু ছোট শহরে জন্ম নিয়ে অনেক বড় কোন কিছু করার স্বপ্ন দেখে, তাহলে তার উচিত ধোনিকে অনুসরণ করা।’
কিংবদন্তী ব্যাটসম্যান ও সাবেক ভারতীয় অধিনায়ক শচিন টেন্ডুলকার ধোনির অবসর নেওয়া নিয়ে বলেছেন, ‘অসাধারণ এক টেস্ট ক্যারিয়ারের ধোনিকে স্বাগতম। তোমার (ধোনি) সঙ্গে একসাথে খেলাটা সবসময়ই উপভোগ্য ছিলো। যাইহোক, পরবর্তী লক্ষ্য ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের জন্য প্রস্তুত হও।’
সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং ধোনিকে নিয়ে বলেন, ‘ও(ধোনি) একজন দারুণ প্রতিদ্বন্দ্বী। এবং আমি মনে করি সে এমন একজন যার কাছে ভারতীয় ক্রিকেট ঋণী।’
এদিকে সাবেক অজি পেসার ব্রেট লি’ও ধোনির অবসরে তাকে স্বাগত জানিয়ে টুইটারে লিখেছেন, ‘ধোনির টেস্ট ক্যারিয়ার দারুণ ছিলো। তাকে অভিনন্দন।’
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি) তাদের নিজস্ব টুইটার একাউন্টে ধোনিকে নিয়ে লিখেছেন, ‘ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।’
একই সাথে ভক্তদের কাছে ধোনির টেস্টে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত গুলো জানতে চাওয়া হয়।
অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক ধোনিকে নিয়ে বলেছেন, ‘ধোনিকে অনেক অনেক অভিনন্দন। সে শুধু একজন ভালো ক্রিকেটারই নয়, সে আমার দেখা প্রতিপক্ষ দলের সবচেয়ে ভালো মানুষ।’
ক্যারিবীয় অধিনায়ক দীনেশ রামদিন লিখেছেন, ‘সাবাশ ধোনি! তোমার বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার ক্রিকেট দুনিয়াতে রোল মডেল হোয়ে রবে।’
সতীর্থ চেতেশ্বর পূজারা ধোনিকে নিয়ে টুইটারে লেখেন, ‘অভিনন্দন ধোনিকে। সে ভারতকে গর্বিত করেছে।’
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি লিখেছেন, ‘বিস্ময়কর টেস্ট ক্যারিয়ারের জন্য ধোনিকে অভিনন্দন। তার বিপক্ষে খেলাটা সবসময়ই অনেক আনন্দের ছিলো।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সময়ে তৃতীয় টেস্টে সবাইকে অবাক করে হটাৎ করেই অবসর নেওয়ার ঘোষণা দেন ধোনি। অবসর নেওয়ার আগ পর্যন্ত মোট ৯০টি টেস্ট খেলেছেন ‘ক্যাপ্টেন কূল’ নামে পরিচিত এই ক্রিকেটার। টেস্টে ছয়টি শতকসহ তার দখলে রয়েছে ৩৩টি অর্ধশতক। ৩৮.০৯ গড়ে তার টেস্টে তার মোট রান ৪৮৭৬। উইকেটের পিছনে থেকে গড়েছেন বিশ্বরেকর্ড।
– See more at: http://www.priyo.com/2014/12/31/126124.html#sthash.MSefdjj7.dpuf