সাত খুন মামলার আসামি নূর হোসেন বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:২১,অপরাহ্ন ১০ মে ২০১৫
নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হলেন আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন। একই সাথে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। নূর হোসেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।
গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলেও রোববার এ বিষয়ে সাংবাদিকদের জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন জ্যেষ্ঠ সহকারী সচিব জসীম উদ্দিন হায়দার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন)-২০০৯-এর ১৩ ধারা অনুযায়ী নূর হোসেনকে কাউন্সিলর পদ থেকে অপসারণ এবং পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জের আদালতে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এর ধারা ৩৪ অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর সাজা হয়েছে।
বর্তমানে পশ্চিমবঙ্গের কারাগারে আটক নূর হোসেনের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের দায়ে বিচার চলছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিমরাইল এলাকায় দুটি গাড়ি থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এরপর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ৬ জন ও ১ মে একজনের লাশ পাওয়া যায়।