সাগরভাসা ৭২৭ জনকে মংডুতে ফিরিয়ে নিয়েছে মিয়ানমার
প্রকাশিত হয়েছে : ১২:২০:৪০,অপরাহ্ন ০৩ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
মিয়ানমারের জলসীমায় উদ্ধার সাগরভাসা ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে দেশটির নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য আরাকানের মংডু শহরে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গতকাল এই বিপুল সংখ্যক মানুষদের বাংলাদেশ জলসীমায় ঠেলে দেবার চেষ্টা করে মিয়ানমার নৌবাহিনী। টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -৪২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু জার আল জাহিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদ বলেন, কড়া নিরাপত্তায় সকাল ৭টার দিকে ৭২৭ জনকে কয়েকটি ট্রলারে করে মংডুতে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। বর্তমানে আটক সকল অভিবাসন প্রত্যাশীদের মংডুর অস্থায়ী একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তবে আটককৃতদের প্রকৃত পরিচয় এখনও প্রকাশ করেনি মিয়ানমার।