সরকার পূর্বপরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারি করেছে : ফখরুল
প্রকাশিত হয়েছে : ১১:৪১:৫৭,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
সরকার ২০ দলীয় জোটের সমাবেশ বানচাল করার জন্য পূর্বপরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে ১৪৪ ধারা জারি করার পর বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ অভিযোগ করেন।
২০ দলীয় জোট ও ছাত্রলীগ ভাওয়াল সরকারি মাঠে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পযর্ন্ত গাজীপুর জেলায় কোথায় সভা সমাবেশ করতে পারবে না।