সম্মান ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ১:১৮:৫২,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক ::
২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত ছাত্র-ছাত্রীদের ১ম বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে। ২১ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে। এছাড়া বিলম্ব ফিসহ ২২ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনেও ফরম পূরণ করা যাবে।
উল্লেখ, হিসাব বিবরণী ও বিবরণী ফরম স্ব-স্ব অঞ্চলের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে হাতে হাতে জমা দিতে হবে, ডাকযোগে প্রেরিত বিবরণী ফরম গ্রহণ করা হবে না। পরীক্ষা আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে।
ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপতিতে এ তথ্য জানানো হয়েছে।