সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি ইসি, অভিযোগ বিএনপির
প্রকাশিত হয়েছে : ২:৪১:২৩,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) বিরোধী দলের প্রার্থীদের জন্য এখনো সমান সুযাগ নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
সোমাবার বিকেল পাঁচটায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোরেন।
আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপির বেশিরভাগ নেতার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। তাই তারা প্রকাশ্যে প্রচারণায় আসতে পারছেন না। তাদের সমর্থকদের প্রচারণায় বাধা প্রদান করা হচ্ছে। অনেকক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দ্বারা প্রার্থীরা নাজেহালের স্বীকার হচ্ছেন। যা প্রধান নির্বাচন কমিশনার অবগত আছেন।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার এ ধরণের পরিস্থিতি যেন না ঘটে তার বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বললেও বাস্তবে এর কোনো প্রতিফলন ঘটছে না।
সংকটকালীন দপ্তরের দায়িত্বে থাকা এই নেতা উদ্বেগ জানিয়ে বলেন, নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের আস্থা আর্জনে ব্যর্থ হয়েছেন। মেয়র-কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভাটিও সুষ্ঠুভাবে করতে সক্ষম হননি প্রধান নির্বাচন কমিশন। বরং তার কথা না শুনেই সভা ত্যাগ করেছেন সরকার সমর্থিত প্রার্থীরা।
প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে আসাদুজ্জামান রিপন বলেন, আমরা আশা করব, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পুনরুদ্ধারে নিজ উদ্যোগে সচেষ্ট হবেন।