সবার সহযোগিতা চাইলেন টিউলিপ
প্রকাশিত হয়েছে : ২:২৮:৪৬,অপরাহ্ন ০৮ মে ২০১৫
নিউজ ডেস্ক::
ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক বলেছেন, কঠিন দায়িত্ব পেয়েছি। সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে হ্যামস্টেড ও কিলবার্নের এমপি পদে নির্বাচিত হওয়ার পর লন্ডনে সাধারণ জনগণের প্রতি এ আহ্বান জানান শেখ রেহানার মেয়ে টিউলিপ।
এদিকে, ভোটগণনার সময় সারারাত ভোটগণনা কেন্দ্রের বাইরে শতাধিক ব্রিটিশ-বাংলাদেশি অপেক্ষমান ছিলেন। হ্যামস্টেড ও কিলবার্নের ভোটগণনা কেন্দ্রের বাইরের অপেক্ষমান সেই মানুষজনের কাছে টিউলিপের কাঙ্ক্ষিত বিজয়ের খবরটি যখন পৌঁছায়, তখন স্থানীয় সময় ভোর ৫টা।