হেলসিংকি:: ফিনল্যাণ্ড থেকে প্রকাশিত একমাত্র বাংলা সংবাদ মাধ্যম সংবাদ ২১ ডটকমের সম্পাদক ভূইয়াঁ এন জামান আন্তর্জাতিক `এইজে´র কমিটি সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত ব্রাসেলস বেসড ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন এসোসিয়েশন অফ ইউরোপিয়ান জার্নালিস্ট (AEJ) এর উপস্থিত প্রতিনিধিদের অনলাইন ভোটে ভূইয়াঁ এন জামান আন্তর্জাতিক কন্সিলেশনএন্ড অরবিট্রেশন (সমঝোতা ও সালিশ ) কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন।
উক্ত সভায় গ্রিসের প্রতিনিধি সাইয়া আগামী দুবছরের জন্য সংগঠনটির সভাপতি নির্বাচিত হন। উল্লেখ্য ভূইয়াঁ এন জামান প্রথম কোন বাংলাদেশী ইউরোপিয়ান যেকিনা উক্ত সংগঠনের যেকোন পর্যায়ের কোন পদে নির্বাচিত হলেন।
তিনি বর্তমানে ফিনল্যান্ডের সাংবাদিকদের মূলধারার সংগঠন আই এফ জে স্বীকৃত ফিনিশ সাংবাদিক ইউনিয়ন এর সদস্য এবং ইউরোপিয়ান জার্নালিস্ট নেটওয়ার্কের এর নির্বাচিত সদস্য সচিব।