ষষ্ঠ দিনের মতো প্রচারণায় খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:১৭,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
গতকাল বৃহস্পতিবার একদিনের বিরতি দিয়ে আবারও নির্বাচনী প্রচারণায় বের হয়েছেন বিএনপি নেত্রী খলেদা জিয়া। আজ শুক্রবার বিকেল ৪টা ৩৫ মিনিটে ষষ্ঠ দিনের মতো গুলশানের নিজ বাসা থেকে সিটি নির্বাচনের জনসংযোগে বের হন খালেদা জিয়া।
ঢাকা সিটি দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইতে আজ রাজধানীর পুরান ঢাকায় যাওয়ার কথা রয়েছে বিএনপি নেত্রীর। তাঁর সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ।
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে গত শনিবার প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় নামেন খালেদা জিয়া। পরদিন রোববারও নির্বাচনী প্রচারণা চালান তিনি।
সোমবার টানা তৃতীয় দিনের মতো প্রচারণায় বেরিয়ে রাজধানীর কারওয়ান বাজারে তার গাড়ি বহর হামলার শিকার হয়। এরপর মঙ্গল ও বুধবারও যথাক্রমে ফকিরাপুল ও বাংলামোটরে হামলার শিকার হয় খালেদার গাড়িবহর। বাংলামোটরে হামলায় খালেদাকে বহনকারী ও তার সিকিউরিটি ফোর্সের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হন।
সেসব কারণ দেখিয়ে গতকাল বৃহস্পতিবার প্রচারণায় নির্বাচনী মাঠে নামেননি বিএনপি চেয়ারপারসন।