শ্রীমঙ্গলে ১৩ জন পেশাদার জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ২:০৪:০৩,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার এসআই জাকির হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে এলাকায় একটি বাসা থেকে ১৩ জন পেশাদার জুয়াড়িকে আটক করা হয়েছে।
বুধবার রাতে শহরের সদর ইউনিয়নের সুরভীপাড়া আবাসিক এলাকার হাজারীর বাসা থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় সোর্পদ করা হয়। আটককৃতরা হলেন বাসার মালিক আব্দুল খালেক হাজারী, কুতুব মিয়া, তিলক স্বণকার, সঞ্জিত রায়, তাজুল ইসলাম, সোহরাব হোসেন, জাকির হোসেন, সুক্কুর মিয়া, আছকির মিয়া, কুমেদ সরকার, ময়না মিয়া, আকলু মিয়া।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট শহীদ মোহাম্মদ ছাইদুল হক ১৩ জন জুয়াড়ি কে ভ্রাম্যামান আদালত বসিয়ে জেল জরিমানা প্রদান করেন। বাসার মালিক আব্দুল খালেক হাজারী ও কুতুব মিয়াকে তিন মাসের কারাদন্ড এবং বাকী সবাইকে ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়।