শ্রীমঙ্গলে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১:০২:০৯,অপরাহ্ন ০৫ জুন ২০১৫
মৌলভীবাজার সংবাদদাতা :: শ্রীমঙ্গল শহরে শ্যামলী বাসের চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম শঙ্কর তাতী (৪০)। সে উপজেলার রাজঘাট চা বাগানের হারান তাতীর ছেলে। আজ বিকেল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস মৌলভীবাজারে যাচ্ছিল। বিকাল ৩টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।