শ্রীমঙ্গলে নৈশ প্রহরীকে খুন করে টাকা লুটপাট
প্রকাশিত হয়েছে : ৫:৫২:২২,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৫
শ্রীমঙ্গল সংবাদদাতা::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জালালাবাদ ফ্লাওয়ার মিলের নৈশ প্রহরী হারুন মিয়াকে (৫০) খুন হয়েছে। এসময় তার সঙ্গে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়েছে ডাকাতরা। শুক্রবার ভোরে শ্যামলী এরাকার জালালাবাদ ফ্লাওয়ার মিলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শ্রীমঙ্গল উপজেলার পৌরসভার মেয়র মহসীন মিয়া মধুর মালিকানাধীন ময়দার মিলের নৈশ প্রহরীকে হাত পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ও ছুরিকাঘাত করে খুন করে ডাকাত দল মিলের অফিসের দু’টি কেশ ভেঙে নগদ সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়েছে ডাকাত দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।