শ্রীমঙ্গলে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ১১:১৭:৫৫,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উওরসুর এলাকার রেইন ফরেস্ট রেস্ট হাউজের নৈশপ্রহরী আয়ুব আলীকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০৭ এপ্রিল) ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত আয়ুব আলীর বাড়ি হবিগঞ্জের আদপাশা গ্রামে।
স্থানীয়রা জানান, ভোরে উওরসুর এলাকার রেইন ফরেস্ট রেস্ট হাউজের নৈশপ্রহরীর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।