শ্রীমঙ্গলে গরু চুরির অপবাদ দিয়ে সন্ত্রাসী হামলা, লুটপাট : আহত ৪
প্রকাশিত হয়েছে : ১:৩৮:৩৩,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৫
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গরু চুরির অপবাদ দিয়ে আশিদ্রোন ইউনিয়নের সুখবাড়ি গ্রামের কয়েকটি ঘরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বাড়ী ঘর ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণলংকার লুটপাটসহ তাদের বেশ কয়েজনকে আহত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ ও মরুব্বীরা ঘটনাস্থল পরিদর্শনসহ ঘটনার শান্তিপুর্ণ সমাধানের আশ্বাস দিয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে ৮ দিকে। এ হামলায় ফলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
সরেজমিন এলাকায় গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, আশিদ্রোন ইউপি আনসার কমান্ডার সাদ মিয়ার তৃতীয় পুত্র শাহ আলমে গরুচোর সন্দেহের অভিযোগ গতকাল (২০ ফেব্রুয়ারি) শুক্রবার রাত পৌনে ৮টা সাবেক মেম্বার মাকসুদুর রহমানের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সন্ত্রাসীদল দা,রড ও লাঠিসোটা নিয়ে সাদ মিয়ার বাড়ির উপর হামলা চালায়।
ইউপি আনসার কমান্ডার সাদ মিয়া সাংবাদিকদের বলেন. শুক্রবার বিকালে পুলিশ পরিচয় দিয়ে তার ছেলের দুটি প্রাইভেটকার থানায় নিয়ে যাওয়ার হয়। এবং ঘটনার পরপরই রাতে পৌনে ৮ দিকে আমার ছেলে শাহ আলমকে কোনো প্রকার প্রমাণ ছাড়াই গরুচোরে অপবাদ দিয়ে খুজতে তাকেন এবং তার বাড়ীতে প্রতিবেশী আশিন্দ্রোন গ্রামের সাবেক মেম্বার মাকসুদুর রহমানের নেতৃত্বে ৫০/৬০ জনের সন্ত্রাসীদল হামলা এবং ঘরে লুটপাট চালানো হয়। এসময় ঘরের জমি কেনার জন্য রক্ষিত পঞ্চাশ হাজার টাকা, রঙিন টিভি, মেয়ের গলার স্বর্ণের চেইন লুটপাট করা হয়। তাদের হামলায় তার মেয়ে রোজি আক্তার, অপর মেয়ে রেজি আক্তার, ছেলে হুমায়ুন, নাতি নয়ন আহত হয়। প্রতিবেশি ফারুক মিয়া ও শফিক মিয়ার ঘরও ভাংচুর করা হয়। এছাড়াও আমাদের ঘরে আগুন লাগাবার চেষ্টা করা হয়।
সাবেক মেম্বার মাকসুদুর রহমান এ ব্যাপারে বলেন, তিনি এ ওয়ার্ডেও সাবেক মেম্বার এবং গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানের হারেন। একটি প্রতিপক্ষ তাকে মিথ্যা অপবাধ দিয়ে তার বিরোদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি এ ঘটনার সাথে জড়িত নন। শাহ আলম একজন চিহুত গরু চোর। তার বিরোদ্ধে থানায় যথেষ্ট অভিযোগ রয়েছে এবং এর আগেও সে জেল খেটেছে। তিনি আরো বলেন পুলিশ গরু চুরির অভিযোগে শাহ আলম কে ধরতে অভিযান চালায়। এর পর ঘটনা ভিন্নখাতে প্রভাবিত তরতে পরিবারের সদস্যরা নিজেরাই বাড়ীঘর ভাংচুর ও আগুন দিয়ে নাটক সাজিয়ে নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। এছাড়াও ওই সময় তিনি পাশ্ববর্তী ইউনিয়নে একটি বিচারে ছিলেন বলেন জানান।
শ্রীমঙ্গল থানা উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, মারামারির ঘটনা সম্পর্কে তিনি অবহিত নয়। তবে শাহ আলমের বিরুদ্ধে গরুচুরি অভিযোগ রয়েছে। সে গাড়ী দিয়ে গরু চুরি করে বলে, পুলিশ তার গাড়ি আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার পর থেকে শাহ আলম পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।