শেষ দেখা করতে কারাগারে পরিবারের সদস্য
প্রকাশিত হয়েছে : ১০:২৩:১৪,অপরাহ্ন ১১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন তার পরিবারের সদস্যরা। সদস্যরা আজ শনিবার বিকেল চারটায় কেন্দ্রীয় কারাগারে এসে উপস্থিত হন।
এর আগে, আজ শনিবার বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে কামারুজ্জামানের পরিবারের সদস্যদের কারাগারে দেখা করতে বলে কারা কর্তৃপক্ষ। কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের একথা জানিয়েছেন।
রায়কে কেন্দ্র করে শনিবার দুপুরের পর কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে, শুক্রবার সন্ধ্যার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর বাঁশ ও শামিয়ানা নিয়ে একটি রিকশা ভ্যান প্রবেশ করলে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সেটি।
এ সময় কারাগারের আশপাশের এলাকাসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র্যাব সদস্যদের সংখ্যা বাড়ানো হয়। তবে রাত দশটার পর শিথিল করা হয় সেই নিরাপত্তা ব্যবস্থা