শেখ হাসিনা ইয়াহিয়ার ভাষায় কথা বলছেন —বঙ্গবীর
প্রকাশিত হয়েছে : ৩:৪১:২৭,অপরাহ্ন ০৯ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা হয়েও শেখ হাসিনা ইয়াহিয়ার ভাষায় কথা বলছেন। জননেত্রীর এভাবে কথা বলা তার শোভা পায় না। প্রশাসনের জোরে শেখ হাসিনা এমন কথা বলছেন উল্লেখ্য করে তিনি বলেন, পুলিশ-মিলিটারির উপর নির্ভর করে যদি ক্ষমতায় থাকা যেত তাহলে হুসেইন মুহম্মদ এরশাদ এখনও প্রেসিডেন্ট থাকতেন।’
দেশে শান্তি প্রতিষ্ঠার দাবিতে মতিঝিলের ফুটপাতে অবস্থান কর্মসূচির ৪১তম দিনে সংহতি প্রকাশ করতে আসা ব্যক্তিদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুই মাসেরও বেশি সময় ধরে অবরোধ চলছে, মানুষের কামাই-রুজি নেই। পেট্রলবোমার আতঙ্কে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ। এভাবে একটি দেশ চলতে পারে না। এমন দেশ দেখার জন্য একাত্তরে যুদ্ধ করিনি। উল্লেখ্য অবরোধ প্রত্যাহার ও আলোচনায় বসে সমস্যা সমাধানের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে ফুটপাথে অবস্থান কর্মসূচি পালন করছেন তিনি।
এক বার্তায় বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
তিনি বলেন ক্রিকেটে যেমন পুরো জাতি ঐক্যবদ্ধ হয়, তেমনি দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধ হলে বাংলাদেশ হবে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ।