শেখ হাসিনাকে প্রশংসায় ভাসিয়ে বিপাকে মোদি
প্রকাশিত হয়েছে : ১:০৮:২২,অপরাহ্ন ০৮ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ‘নারী হওয়া সত্ত্বেও’জঙ্গী দমনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে- নিজের টুইটার একাউন্টে শেখ হাসিনার প্রশংসা করে এমন কথা লিখে বেশ বিপাকে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ওই মন্তব্য নিয়ে টুইটারে বেশ সমালোচনা হচ্ছে।
দুই দিনের সফরে বাংলাদেশে এসে গতকাল রোববার এক বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় এমন মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি জঙ্গি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, নারী হওয়া সত্ত্বেও শেখ হাসিনা জঙ্গি দমনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। শেখ হাসিনাকে প্রশংসাসূচক ওই বাক্যে ‘নারী হওয়া সত্ত্বেও’ কথাটি নিয়ে অনেকে আপত্তি তুলেছেন। অনেকে একে নারীর প্রতি অপমানসূচক বলে দাবি করছেন।
#DespiteBeingAWoman এই হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকে টুইটারে প্রতিবাদ জানিয়েছেন মোদির মন্তব্যের। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় উল্লেখিত কিছু মন্তব্য দেওয়া হলো—
মিহির শর্মা নামের এক ব্যক্তি টুইট করেছেন, একজন প্রধানমন্ত্রী এমন কথা বলেছেন, বিশ্বাস করতে কষ্ট হয়।
সোমা মোহাপাত্র নামের এক নারী টুইট করেন, ‘নারী হওয়া সত্ত্বেও’ প্রধানমন্ত্রীর এমন কথায় বিস্মিত হওয়ার কী আছে? এটি কি দেশের অধিকাংশ মানুষের মতামত প্রতিফলন করে না?
আমেনা নামের এক নারী টুইট করেছেন, আপনি কীভাবে বলেন বা চিন্তা করেন, ‘নারী হওয়া সত্ত্বেও’ যখন উন্নত বিশ্বের অনেক আগেই আপনার দেশে একজন নারী প্রধানমন্ত্রী ছিল। লজ্জাজনক।
এখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।