শুনানির আগে দুবাই যেতে চান সালমান!
প্রকাশিত হয়েছে : ৬:৪২:০৪,অপরাহ্ন ২১ মে ২০১৫
বিনোদন ডেস্ক :: বলিউড তারকা সালমান খানের এখন সাধ, জেলে যাওয়ার আগে একটু দুবাই ঘুরে আসতে চান তিনি। আর তাই বিদেশে যাওয়ার অনুমতি নিতে ইতোমধ্যেই উচ্চ আদালতে আবেদন করেছেন। একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যই দুবাই যাবেন বলে আবেদনে জানিয়েছেন তিনি।
ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ২৯ মে দুবাই যাওয়ার বিষয়ে অনুমতি চেয়েছেন সালমান এবং হাইকোর্টের একটি বেঞ্চ আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি করবেন।
বেপোয়ারা গাড়ি চালিয়ে মানুষ হত্যার দায়ে সালমানকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয় গত ৬ মে। পরে ৮ মে হাইকোর্ট পরবর্তী আপিল শুনানির দিন করা হয় ১৫ জুন। আর সেই পর্যন্ত এ রায় স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
এরই ফাঁকে ‘দাবাং’খ্যাত এ তারকা ছবির শ্যুটিংয়ের কাজগুলো সেরে ফেলছেন। তবে দুবাইয়ে ছবির শ্যুটিং নয়, একটি স্টেজ অনুষ্ঠানের জন্যেই যাবেন তিনি।
এদিকে সালমান-কারিনা অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটির শ্যুটিং কাশ্মীরে শেষ হয়েছে। এ সপ্তাহেই ছবিটির প্রোমো বের হওয়ার কথা থাকলেও তা দেরি হবে বলেই জানাচ্ছেন কর্তৃপক্ষ।