শুধু পাশাপাশি নয়, একসঙ্গেও রয়েছি আমরা: মোদি
প্রকাশিত হয়েছে : ২:৩৬:২০,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে বাংলাদেশকে সঙ্গে নিয়ে চলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুই দিনের ঢাকা সফরের শেষ কর্মসূচিতে একথা বলেন তিনি।
রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলায় বক্তব্য শুরু করেন মোদি।
বাংলাদেশকে সঙ্গে নিয়ে চলার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, “আমরা তোমার সঙ্গে আছি। আমরা তোমাকে সঙ্গে নিয়ে চলব।”
সাধারণত হিন্দি বা ইংরেজিতে বক্তব্য দিয়ে থাকেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী মোদি। সালাম জানিয়ে বাংলায় বক্তব্য শুরু করে উপস্থিত শ্রোতাদের প্রশ্ন করেন, “আমার বাংলা কেমন?”
ভারত-বাংলাদেশের সম্পর্কের গভীরতা বোঝাতে তিনি বলেন, “একটি বাক্যে আমাকে বলতে হয় তাহলে বলব, লোকেরা মনে করতো আমরা খুব আশপাশে রয়েছি, এখন বিশ্ববাসীকে বিশ্বাস করতে হবে আমরা আশপাশে রয়েছি, একসাথেও রয়েছি।”
এই কর্মসূচি শেষে ঢাকা ছাড়ার কথা রয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর।
এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশে দুই দিনের সফর শেষে আমার মনে হচ্ছে, নতুন সফর শুরু হলো।”