শুক্রবার সকাল পর্যন্ত বাড়লো হরতাল
প্রকাশিত হয়েছে : ১১:১৭:১৮,অপরাহ্ন ১০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকা অনির্দিষ্টকালে অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান হরতাল আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানোর হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টা ৪৪ মিনিটে অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে এ কথা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
বিবৃতিতে বলা হয়, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ১৩ মার্চ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো। এছাড়া আগামী ১২ মার্চ বৃহস্পতিবার সারাদেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সরকার গণদাবি মেনে না নিলে আমরা আবারো আগামী ১৫ রবিবার থেকে দেশব্যাপী হরতালসহ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
ওই বিবৃতিতে চলমান অবরোধ-হরতাল এবং আগামী বৃহস্পতিবারের গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহ্বানও জানান তিনি।