শিশু সাঈদ হত্যা : মামলায় র্যাবের সোর্স গেদা মিয়া ৩দিনের পুলিশ রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ৮:৩০:৫৬,অপরাহ্ন ১৬ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র সাঈদ হত্যাকান্ডের ঘটনায় র্যাবের সোর্স পরিচয়ধানকারী আতাউর রহমান গেদাকে ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৬) মার্চ সকাল সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. সাজেদুল করিম এ আদেশ প্রদান করেন। এর আগে অত্র মামলার তদন্ত কর্মকর্তা সাবইন্সপেক্টর আজিম পাটওয়ারী আদালতে গেদার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এ ঘটনায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
গত শনিবার রাতে এসএমপির বিমান বন্দর থানার কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আবু সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও র্যাবের সোর্স আতাউর রহমান গেদার নাম উলেখ করে অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে আবু সাঈদের বাবা মতিন মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এরপর পুলিশ গেদাকে গ্রেফতার করে।
এদিকে দুপুর দেড়টার দিকে জেলা উলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিবকে আদালতে তোলা হবে বলে একটি বিশ্বস্থ সূত্র জানিয়েছে।