অনলাইন ডেস্ক:: রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর মোবাইলে পর্নো ভিডিও পেয়েছে র্যাব। আজ বুধবার (৭ মার্চ) তাকে আটকের পর মোবাইল ফোন চেক করলে একাধিক পর্নো ভিডিও পাওয়া যায়।
জানা গেছে, কাবিননামা ছাড়াই আসমা নামের এক মেয়েকে দুই বছর আগে গোপনে বিয়ে করেছিলেন কথিত এই শিশুবক্তা। তার ওই বিয়ের কথা কেউই জানতো না। এমনকি তার মোবাইল ফোনের ম্যাসেঞ্জার চেক করে দেখা গেছে, বিভিন্নজনকে আপত্তিকর অসংখ্য ছবি পাঠিয়েছেন।
এ বিষয়ে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম মাদানীর ফোনে অনেক কিছু পাওয়া গেছে এবং এগুলো এখন খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রক্রিয়া চলছে।