শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী তানিয়া আক্তার নিহত
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:০৭,অপরাহ্ন ১৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: শায়েস্তাগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় বাউল শিল্পী তানিয়া আক্তার (২০) নিহত হয়েছে। তাকে বহনকারী মোটর সাইকেল আরোহী জুয়েল মিয়া (৩০) গুরুতর আহত হয়েছে।
সূত্র জানায়, বি-বাড়িয়া জেলার তরুণ বাউল শিল্পী তানিয়া শায়েস্তাগঞ্জে বসবাস করে হবিগঞ্জের বিভিন্ন স্থানে গিয়ে বাউল গান করতেন। তার গানের কন্ট্রাক্ট রাখতেন হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকার খাজা সাউন্ড সিস্টেম মালিক অনু মিয়া। যেখানে বাউল গান হতো তানিয়াকে সেখানে নিয়ে যেতেন অনু মিয়া। গতকাল রাত ৯টার দিকে গানের প্রোগ্রামে যাওয়ার জন্য মোটর সাইকেলযোগে তানিয়াকে নিয়ে রওয়ানা দেয় অনু মিয়ার ভাগ্নে শহরতলীর ভাদৈ গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র জুয়েল মিয়া (২৫)। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ মৎস্য খামারের নিকটবর্তী গ্যাস পাম্পের কাছে বিপরীতমুখী একটি ছান্দের গাড়ির সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাউল শিল্পী তানিয়া মারা যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় জুয়েল মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্মরত ডাক্তার তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অপরদিকে তানিয়ার লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
বাউল শিল্পী এমদাদ দেওয়ান জানান, তানিয়া ইসলাম বি-বাড়িয়ার মেয়ে হলেও গান গাওয়ার সুবিধার্থে শায়েস্তাগঞ্জে বসবাস করতো। সে খুব ভাল গান করতো। তার মৃত্যুতে আমরা বাউল শিল্পীরা গভীর শোক প্রকাশ করছি।