শাল্লায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২:১৬:৪২,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
আল-হেলাল, সুনামগঞ্জ::
সুনামগঞ্জের শাল্লায় উপজেলায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামির হোসেন (৩৫) উপজেলার আটগাও ইউনিয়নের ছিকাডুবি গ্রামের মতিন মিয়ার পুত্র। শাল্লায় থানার ওসি আনিসুর রহমান বলেন, রবিবার বিকাল ৪টায় উপজেলার সুরমা নদীতে ভাসমান অবস্থায় ঐ লাশটি উদ্ধার করা হয়। লাশের গায়ে গুলি ও জখমের চিহ্ন রয়েছে বলে তিনি উল্লেখ্য করেন।