শাবিতে প্রেমিকাকে লাঞ্ছনাকারী পাপন কারাগারে
প্রকাশিত হয়েছে : ১:০০:২৩,অপরাহ্ন ২৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার রিফাত আদনান পাপনকে কারাগারে পাঠিয়েছে আদালত। পাপন ওই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, পাপনকে কোর্টে চালান দেয়া হয়েছে ৫৪ ধারায়। নির্যাতিতা ছাত্রীটি মামলা দিতে রাজি না হওয়ায় তাকে জিডিমূলে ৫৪ ধারায় চালান দেয়া হয়।
সূত্র জানায়, শাবির ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল পাপনের। কিছুদিন আগে তা ভেঙে যায়। গত রবিবার সন্ধ্যায় এরই সূত্র ধরে পাপন তাকে দেখতে পেয়ে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে পাপন ওই ছাত্রীকে মারধর করে। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করেন। এ ব্যাপারে নির্যাতিত ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনে লিখিত অভিযোগ দেন।
উল্লেখ্য, এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী। অভিযোগের প্রেক্ষিতে রিফাত আদনান পাপনকে আগামী ২ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রক্টরিয়াল কমিটি। এ ঘটনায় নির্যাতিত ছাত্রীটি থানায় একটি জিডি করেন।