শাবিতে আন্দোলন স্থগিত, ভারপ্রাপ্ত ভিসি ড. ইলিয়াস : আমিনুল ফিরলে আবারো আন্দোলন
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:৫৮,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
পদত্যাগপত্র প্রত্যাহার না করে স্ব-স্ব পদে দায়িত্ব পালনে সম্মত হয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষক পরিষদের নেতারা। আজ শুক্রবার সকালে ভারপ্রাপ্ত ভিসি ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সাথে ভিসি বিরোধী আন্দোলনকারী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষক পরিষদের নেতাদের বৈঠক শেষে এমন ঘোষণা দেন তাঁরা।
তবে উপাচার্য মো. আমিনুল হক ভূইঁয়া দুই মাসের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরত এলে পরিষদ আবারো আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছেন তারা। এ দুই মাস ভিসি বিরোধী আন্দোলন সাময়িকভাবে স্থগিত থাকবে বলেও উল্লেখ করেন শিক্ষকরা।
আন্দোলনকারী শিক্ষক নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় সচল রাখার স্বার্থে তারা ভারপ্রাপ্ত ভিসির সাথে কাজ করতে একমত হয়েছেন। তবে ভিসি’র লিখিত অনুরোধপত্র হাতে পেলে তারা স্ব-স্ব পদে কাজ শুরু করবেন। ভারপ্রাপ্ত ভিসি শীঘ্রই তাদের লিখিত দেবেন বলে জানিয়েছেন।