শাকিব খানের জীবনী নিয়ে চলচ্চিত্র
প্রকাশিত হয়েছে : ৭:২৭:৪৭,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: চিত্রনায়ক শাকিব খানের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। ছবিটির শিরোনাম ‘রানা : দ্য ফাইটার’। শাকিব নিজেই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন।
এতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগত চিত্রনায়িকা জানভী। ছবিটি পরিচালনা করছেন এমএ রহিম।
শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে এসে তার নাম রাখা হয় শাকিব খান। এরপর থেকেই শাকিব খান নামেই তিনি প্রতিষ্ঠিত হন। একটি সাধারণ ছেলে থেকে মাসুদ রানা কিভাবে আজকের শাকিব খান হন, ‘রানা : দ্য ফাইটার’ ছবিতে সেই সংগ্রামের গল্পই তুলে ধরা হবে।
এ ব্যাপারে শাকিব খান বলেন, ‘আমার জীবনী নিয়ে ছবির পটভূমি গড়ে উঠেছে। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে ছবিটির শুটিং শুরু হবে।’
অন্যদিকে, গত বছর জানভী অভিনীত ‘জানে এই মন’ ছবিটি মুক্তি পেয়েছে। এরপর এ বছর প্রথম ‘রানা : দ্য ফাইটার’ ছবিতে তিনি চুক্তিবদ্ধ হলেন। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ ব্যাপারে জানভী বলেন, ‘আমার ভালো লাগছে, দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছি। খুব শিগগিরই গানের শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির মহরত করা হবে।’
‘রানা : দ্য ফাইটার’ ছবিতে মোট ৫টি গান রয়েছে। গানগুলোর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজনে আহমেদ হুমায়ুন।