শমসের মবিন চৌধুরীর জামিন
প্রকাশিত হয়েছে : ১২:৩৩:৫৭,অপরাহ্ন ০৬ মে ২০১৫
নিউজ ডেস্ক :: গাড়ি ভাংচুর ও বকশীবাজারে সংঘর্ষের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
বুধবার বিচারপতি মো.রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।
উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি শমসের মবিন চৌধুরীকে তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর শাহবাগ থানার মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।