শনিবার ব্যাংক খোলা
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:৩৬,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: শনিবার সকল সরকারি-বেসরকারি ব্যাংকের জেলা ও বিভাগীয় শাখা খোলার নির্দেশ দেওয়া হয়েছে। আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ আদেশ দেয়।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
এতে জাতীয় রাজস্ব আদায়ে আয়কর জমা দেওয়ার সুবিধার্থে চালান ও পে-অর্ডারের মাধ্যমে আয়কর গ্রহণ করতে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। শনিবার কর্মরতদের যুক্তিসঙ্গত বেতন প্রদানেরও নির্দেশ দেওয়া হয়।