লোকসভায় সীমান্ত বিল পাশ
প্রকাশিত হয়েছে : ১:২৭:১৬,অপরাহ্ন ০৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: বাংলাদেশ-ভারতের মধ্যে দীর্ঘ দিন ঝুলে থাকা সীমান্ত চুক্তি অনুমোদনের বিল ভারতের লোকসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। গতকাল বুধবার রাজ্যসভায় পাশের পর আজ বৃহস্পতিবার বিকেলে দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ লোকসভাতেও বিলটির অনুমোদন দেয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে লোকসভায় বিলটি উত্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এর আগে রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বিলটিতে স্বক্ষর করেন। বিলটির বিপক্ষে কোন ভোট না পড়ে দেশটির সংবিধানের ১১৯তম সংশোধনী পাশ হয়। এর আগে বিলটি অনুমোদনের পক্ষে সমর্থন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
বিলটি পাশের পর ভারত-বাংলাদেশ উভয় দেশ নিজেদের মধ্যে বিতর্কিত ১৬২টি ছিটমহল বিনিময় করতে পারবে। চুক্তিটি বাস্তবায়ন হলে বাংলাদেশ পাবে ১১১টি ছিটমহলের ১৭ হাজার ২৫৮ একর জমি ও ভারত পাবে ৫১টি ছিট মহলের সাত হাজার ১১০ একর জমি।
এ ছাড়া বিলটি পাসের ফলে অপদখলীয় জমিও আদান-প্রদান করবে দুই প্রতিবেশী দেশ। বিলটি পাসের ফলে ছিটমহল বিনিময়ে আর কোন বাধাই থাকলো। এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা।