আন্তর্জাতিক ডেস্ক:: লিবিয়ায় ঘুমন্ত অভিবাসীদের ওপর বিমান হামলায় অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। আজ বুধবার ভোরে দেশটির রাজধানী ত্রিপোলির একটি অভিবাসন কেন্দ্রে (মাইগ্রেন্ট সেন্টার) এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইমারজেন্সি সার্ভিস ফিল্ড মেডিসিন এণ্ড সাপোর্ট সেন্টার এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপোলিতে অবস্থিত একটি অভিবাসী ডেটেনশন সেন্টারে এ হামলা চালানো হয়েছে। দেশটির সরকারী কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
এদিকে, জেনারেল খালিফা হাফতারের নেতৃত্বে সরকারবিরোধী সশস্ত্র গ্রুপ এই হামলার জন্য সরকারী বাহিনীকে দায়ী করেছে। ধারণা করা হচ্ছে, নিহতদের বেশিরভাগই আফ্রিকার নাগরিক। তারা লিবিয়ার বিপদসংকুল সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যেতে ত্রিপোলিতে এসেছিলেন। পরে তাদের অভিবাসন কেন্দ্রটি আটকে রাখা হয়। সরকার পরিচালিত এই ডিটেনশন কেন্দ্রটি কয়েক হাজার অভিবাসী ছিলেন।
সূত্র: সিএনএন, বিবিসি