লন্ডনে যুব মহিলা লীগের উপর বিএনপির হামলা আহত ৬, আটক ৩
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:৩৩,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনার চত্বরে যুব মহিলা লীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে যুক্তরাজ্য সেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বিএনপির তিন নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে।
হামলার শিকার যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলিন ও সাধারন সম্পাদক সাজিয়া স্নিগ্ধা জানান, তারেক রহমানের ইতিহাসকে বিকৃত করে দেয়া বক্তব্য ও বঙ্গবন্ধুর ছবি পুড়ানোর প্রতিবাদে মঙ্গলবার বেলা তিনটায় প্রতিবাদ কর্মসুচীর ঘোষনা দেয় যুব মহিলা লীগ। বিকেল তিনটা থেকে এ কর্মসুচী পালনের জন্য পুলিশের কাছ থেকে অনুমতিও নেয়া হয়। বিকেল চারটার দিকে যুব মহিলা লীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা পুর্ব নির্ধারিত কর্মসুচী পালনে আলতাব আলী পার্কে প্রবেশ করতে গেলে লাঠিসোটা নিয়ে মহিলা কর্মীদের উপর হামলা চালায় যুবদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। তাদের হামলায় ছাত্রলীগ নেতা রাকিব তারেক ও মহিলা যুবলীগ সভাপতি ইয়াসমিন সুলতানা পলিন,সাধারন সম্পাদক সাজিয়া স্নিগ্ধাসহ ছয় নেতাকর্মী মারাত্মক ভাবে আহত হয়েছেন । পরে তাদের রয়েল লন্ডন হাসপাতালে নেয়া হয়। জানা যায়, পুলিশ ঘটনাস্থল থেকে লাঠিসহ বিএনপির চার জনকে আটক করেছে।
নারীদের উপর হামলার সময়, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস,সাধারন সম্পাদক কয়সর এম আহমদ,যুক্তরাজ্য বিএনপির সাবেক আহবায়ক এম এ মালেক,যুবদলের আহবায়ক মুকাদ্দেম চৌধুরী নিয়াজ,সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন আহমদ নাসির,নাসিম আহমদ চৌধুরী সহ যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশের হাতে আটককৃতদের মধ্যে রয়েছেন যুবদলের আলকু,সেচ্ছাসেবক দলের ফাহিম ও জামিল।
অন্যদিকে,যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তাজ উদ্দীন জানান,হামলা নয় সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। ঐসময় সেচ্ছাসেবক দলের কর্মসুচী চলছিল। হঠাত করেই নারী কর্মীদের সামনে ঢাল হিসেবে রেখে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন বিএনপির সমাবেশস্থলের দিকে এগিয়ে আসছিলেন। এসময় আমাদের কিছু জুনিয়র নেতাকর্মীদের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।