রোজা রেখে নাচবেন না পরীমনি!
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:৪৫,অপরাহ্ন ০৪ জুন ২০১৫
বিনোদন ডেস্ক :: আগামী রোজার আগে আবারো শুরু হচ্ছে শফিক হাসানের’ধুমকেতু’ চলচ্চিত্রের শুটিং। এ ছবির এবারের শুটিংয়ে একটি আইটেম গানে পারফর্ম করবেন পরী মনি । রোজার কারণেই জুনের দ্বিতীয় সপ্তাহে তিনি গানের শুটিংয়ে অংশ নিবেন বলে জানিয়েছেন।
’ধুমকেতু’তে পরী মনির বিপরীতে অভিনয় করছেন ঢালিউড বাদশা শাকিব খান । ইতোমধ্যে ধুমকেতু ছবির ৭০ ভাগ কাজ প্রায় শেষ হয়েছে। আর মাত্র তিনটি গান এবং দুইটি দৃশ্যের চিত্রায়ন শেষ হলে পুরো ছবির কাজ শেষ হবে।
এ প্রসঙ্গে পরী মনি বলেন, ‘এটা আসলে আইটেম গান বললে ভুল হবে। কারণ আইটেম গান বলতে আমরা সচারচার অন্য কিছু বুঝে থাকি। এটা একটি রোমান্টিক গান বলা যেতে পারে । তবে কমার্শিয়াল কিছু শট থাকবে গানটিতে। এজন্যই রোজার আগেই গানের কাজটির সিডিউল দিয়েছি। রোজার সময় নাচা-গাওয়া সম্ভব নয়। কারণ আমি বরাবরই রোজা রাখি। এবারও রোজা রাখার নিয়ত রয়েছে।
উল্লেখ্য ‘ধুমকেতু’ ছবির একটি দৃশ্যে প্রকাশ্যে শাকিব খানের ঠোঁটে চুমু দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন পরীমনি।