রুবেল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
প্রকাশিত হয়েছে : ৮:১৮:১৮,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজধানীর পুরান ঢাকার জনসন সড়কের শাহ কামাল হোটেলের ইলেকট্রিশিয়ান রুবেলকে হত্যা করে লাশ গুম ও কাটা মাথা নিয়ে চাঁদাদাবি সংক্রান্ত মামলায় অভিযুক্ত ৩জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম আজ মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে ৪ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে রুবেল (২৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কোদালিয়া উত্তরপাড়ার ওসমান গনির ছেলে রুমান (২৪) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেউড়ি গ্রামের কবির বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (২৪)।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১০ সালের ৬ জুন রাতে পুরান ঢাকার হোটেল শাহ কামালের নিচতলায় রুবেলকে খুন করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে আসামিরা। পরে তার কাটা মাথা নিয়ে আসামি রোমান পাশের হোটেল মীমে গিয়ে ম্যানেজারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলেন, টাকা না দিলে তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। রোমানকে টাকা দেওয়ার কথা বলে বসিয়ে রেখে পুলিশে খবর দেন হোটেলের ম্যানেজার। পরে পুলিশ এসে কাটা মুণ্ডুসহ তাকে গ্রেপ্তার করে। সে সময় বিষয়টি পুরান ঢাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে বাকি দুই আসামিকেও পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী হোটেল শাহ কামালের নিচতলায় একটি ঘরে রুবেলের দেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই মরণ মিয়া সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার দায় স্বীকার করে আসামিরা আদালতে জবানবন্দিও দেয়।
প্রসঙ্গত সূত্রাপুর থানার এসআই আশিকুর রহমান ২০১০ সালের ২৯ ডিসেম্বর ৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২০১১ সালের ২১ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। রাষ্ট্রপক্ষে ১৮ জন সাক্ষীর মধ্যে ১২ জনের বক্তব্য শুনে আদালত রায় ঘোষণা করে। আসামিপক্ষের আইনজীবী মোরশেদা বেগম লাকী রায়ের পর বলেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন। এর পর গত ২৫ নভেম্বর যুক্তিতর্ক গ্রহণ শেষে রায় ঘোষণার জন্য ২৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন বিচারক।