রিবেরির শততম গোলে বায়ার্নের জয়
প্রকাশিত হয়েছে : ৩:১২:২৭,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
ফ্রান্সের খেলোয়াড় বিলাল ফ্রাঙ্ক রিবেরি ২০০৭ সাল থেকে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন। বাভারিয়ানদের জার্সি গায়ে এ পর্যন্ত ২৮৭টি ম্যাচে মাঠে নেমেছেন। আর শনিবার তিনি শততম গোল করেছেন। তার শততম গোলে ভর করে বায়ার্ন জিতেছে ১-০ গোলে।
ঘরের মাঠে বায়ার্নের ঘাম ঝরায় বায়ার লেভারকুসেন। প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি পেপ গার্দিওলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ১৫ গজ দূর থেকে শট নিয়ে বল জালে জড়ান রিবেরি। সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত ৭১ হাজার দর্শক করতালি দিয়ে গোলটিকে বরণ করে নেন।
রেফারি যখন চূড়ান্ত বাঁশি বাজান তখন রিবেরির গোলটিই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। রিবেরির শততম গোলের দিনে বায়ার্নের ১-০ গোলের জয়, এমন জয়ে একটু বেশি উল্লাসিত হয়ে পরেন ফরাসি এই তারকা।