রায় কার্যকরের নির্বাহী আদেশ কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে
প্রকাশিত হয়েছে : ১০:০৭:৪২,অপরাহ্ন ১১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
একাত্তরে মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করতে সরকারের নির্বাহী আদেশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে বলে জানাগেছে। কারাসূত্রের তথ্য মতে আজ শনিবার বেলা ২টা ৫০ মিনিটের দিকে আদেশটি কারাগারে পৌঁছায়।
এর আগে নির্বাহী আদেশের ফাইলে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী স্বাক্ষর করার পর সেখান থেকেই এই ফাঁসির আদেশ কারাগারে নিয়ে যাওয়া হয়।