রাষ্ট্রপতির ভঙ্গিতে ছোট বোনের বাড়িতে সালমান!
প্রকাশিত হয়েছে : ৬:৫০:৩৭,অপরাহ্ন ২৬ মে ২০১৫
বিনোদন ডেস্ক :: আগেই কথা ছিলো হিমাচলে ছোট বোনের বিবাহোত্তর সংবর্ধনায় স্বশরীরে উপস্থিত থাকবেন হালের অন্যতম জনপ্রিয় অভিনেতা বলিউড সের সালমান খান। কথামত গেলেনও সেখানে। কিন্তু গেলেন একেবারে রাষ্ট্রপতি স্টাইলে!
জানা গেছে, বিয়ের পর প্রথমবার নিজের স্বামীর বাড়ি গেলেন সালমানের বোন অর্পিতা, আর এ উপলক্ষে বিশাল বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলো স্বামীর বাড়ির পক্ষ থেকে।েআর তা একেবারে হিমাচল প্রদেশের মান্দিতে! সালমান এখানে আসছেন শুনে আগে থেকেই রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষা করছিলো। সালমানও নেতার ভঙ্গিমায় হাত নাড়িয়ে তাদের জবাব দিচ্ছেন; এ যেনো সাক্ষাৎ দেশের রাষ্ট্রপতি!
গত বছরের নভেম্বর মাসে সালমান খানের ছোট বোন অর্পিতা খান আয়ুশ শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আয়ুশ শর্মার বাবা অনিল শর্মা হলেন হিমাচল প্রদেশ পঞ্চায়েতের রাজমন্ত্রী। অর্পিতার বিয়ে উপলক্ষে মুম্বাই ও হায়দ্রাবাদের জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অর্পিতার বড় ভাই সালমান খান। বিয়ের সব অনুষ্ঠানে শাহরুখ খান, আমির খান, ক্যাটরিনা কাইফের মত তারকাদের উপস্থিতি ছিল দেখার মত।
উল্লেখ্য, সম্প্রতি ২০০২ সালে হিট-অ্যান্ড-রান মামলায় সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ হয় এবং হাইকোর্টের রায়ে তা স্থগিত করা হয়।