রামপুরায় নিহতের সংখ্যা বেড়ে ৭; উদ্ধারকাজ চলছে
প্রকাশিত হয়েছে : ১:২৮:৩১,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর রামপুরায় টিনের তৈরি এটি দোতলা বাড়ি দেবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একই পরিবারের ৪ জন মারা গিয়েছে বলে জানা গেছে।
পরিচয় পাওয়া এরা হলেন-আখের রস বিক্রেতা নিজাম খান (৩৫) ও রিকশা চালক মিজান (৩০), সাজিদা বেগম (৪৫) , এক তরুণী (২৪) ও এক কিশোর (১২)। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার বেলা সাড়ে ৪টার দিকে রামপুরা হাজীপাড়ার বউবাজার এলাকায় ডোবার ওপর তৈরি টিনের দোতলা বাড়িটি দেবে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বেলা সাড়ে ৪টার দিকে বাড়িটি দেবে যায়। আটকে পড়াদের উদ্ধারে তিনটি ইউনিট কাজ করছে।
স্থানীয় বাসিন্দা মো. হাসান আলী জানান, বাঁশ ও টিনের তৈরি ঘরগুলো দোতলা অবকাঠামোর ওপর নির্মিত। নিচতলা ও দোতলায় ২৮টি ঘর ছিল। কেউ পরিবার নিয়ে আবার কেউ ব্যাচেলর হিসেবে সেখানে থাকতেন। বাঁশের খুঁটি দিয়ে গড়া এ বাসস্থানটি দেবে যাওয়ার পর পরই হেলে পড়ে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার ইন্সপেক্টর মো. আলী।