রাফি স্মৃতি ক্রিকেট লীগ-১৪ ব্রাদার্স ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ৯:৩০:০১,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
চট্টগ্রাম: দৈনিক পূর্বদেশ এর পৃষ্ঠপোষকতায় ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে “দৈনিক পূর্বদেশ রাফি স্মৃতি মহানগরী জুনিয়র ক্রিকেট লীগ-১৪ এর ফাইনাল খেলা গতকাল দামপাড়া পুলিশ লাইনস্ মাঠে শেষ হয়েছে। ফাইনাল খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমী ১৫৬ রানের বিশাল ব্যবধানে উদীয়মান ক্রিকেট একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি মোহাঃ আবদুল জলিল মন্ডল,বিপিএম। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও উপ- পুলিশ কমিশনার (সদর) মাসুদ উল হাসান,স্পন্সর প্রতিষ্ঠান দৈনিক পূর্বদেশ এর পক্ষে যুগ্ন- সম্পাদক কবি আবু তাহের মুহম্মদ।
পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, যুগ্ম- সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ ,ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান কায়সার মির্জা, আবদুল হাই জাহাঙ্গীর ,ফরিদ উদ্দিন আহমেদ, আলী তারেক পারভেজ,সম্পাদক মিনহাজ উদ্দিন আহমেদ, যুগ্ন- সম্পাদক অধ্যাপক জাহেদুর রহমান যাহেদ,শাকিল আবেদীন চৌধুরী,নির্বাহী কমিটির সদস্য তৈয়বুর রহমান,সেকান্দার কবির,শামীম আজাদ খোকন,মনোতোষ ঘোষ,সাইফুল্লাহ চৌং,নাসির মিয়া প্রমূখ।