রাজনগরে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৮:৩৫:৩৪,অপরাহ্ন ১০ মে ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় চিহ্নিত ডাকাত ও একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী টুনুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
তার কাছ থেকে পাইপগান, দুই রাউন্ড গুলি ও একটি দা উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালারবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
টুনু রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের নিজাম মিয়ার পুত্র।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দোহা পিপিএম অস্ত্রসহ ডাকাত গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, টুনু চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।