রাজধানীসহ ঢাকা বিভাগের ৯ জেলায় চলছে হরতাল
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:২৫,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সহিংসতার মামলায় বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করার প্রতিবাদে বিএনপির ডাকে ঢাকা মহানগর ও জেলাসহ ৯ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিও চলছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালন করা হবে। কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গতকাল বুধবার হরতাল কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। ফেনীতে ২০ দলীয় জোট, মাদারীপুরে যুবদল এবং কক্সবাজারে বিএনপি হরতাল আহ্বান করে।
বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ২০ দলীয় জোটের পক্ষে বুধবার এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানিয়েছেন। হরতাল ঘোষিত এই জেলাগুলো হলো- গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ। বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন শান্তিপূর্ণভাবে অবরোধের পাশাপাশি উল্লিখিত জেলাসমূহে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
গতকাল বিকালে ১ম বিবৃতিতে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন মহানগরকে বাদ রেখে ঢাকার পাঁচটি উপজেলা এবং এ বিভাগের ৮টি জেলায় হরতালের কর্মসূচি ঘোষণা করেন। সন্ধ্যায় আরেকটি বিবৃতিতে তিনি ঢাকা মহানগরীতেও হরতালের ডাক দেন। ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ও ময়মনসিংহে হরতাল আহ্বান করে দেয়া বিবৃতিতে সকাল-সন্ধ্যা কর্মসূচির কথা বলা হয়।
কিছুক্ষণ পর আরেকটি বিবৃতিতে মিলন বলেন, ঢাকা মহানগরীতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলমান অবরোধের পাশাপাশি ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে। বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নেয়া এবং নেতাকর্মীদের ‘দমন-পীড়নের’ প্রতিবাদে তাদের এ কর্মসূচি।
প্রসঙ্গত নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি প্রধান খালেদা জিয়া ৫ জানুয়ারি বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন, যার মধ্যেই বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে হরতাল হচ্ছে। অবরোধের গত ২৪ দিনে দেশব্যাপী নাশকতা ও সহিংসতায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। পেট্রোল বোমা ছুড়ে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ঢাকা ও কুমিল্লায় মামলা হয়েছে।