রাজধানীতে লিফট ছিঁড়ে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১:০৯:০৬,অপরাহ্ন ০২ মে ২০১৫
নিউজ ডেস্ক ::
রাজধানীর ধানমণ্ডিতে একটি ভবনের চতুর্থ তলা থেকে নামার সময় লিফট ছিঁড়ে নুরু মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন।
ধানমণ্ডির ১৫ নম্বর সড়কের ৩৫ নম্বর ভবনে শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভবনের তত্ত্বাবধায়ক সুমন আহমেদ জানান, নুরু মিয়া চারতলার ফ্ল্যাটের বাসিন্দা নাসরিন জাহানের প্রাইভেট কারচালক। তিনি বিকেল ৩টার দিকে ওই বাসা থেকে নামার সময় লিফটে উঠলে সেটি ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাস চিকৎসকের বরাত দিয়ে নুরু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তার নাম ছাড়া বিস্তারিত কোনো পরিচয় জানাতে পারেননি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নুরু মিয়ার লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হেয়েছে।