রাজধানীতে বিজিবি মোতায়েন
প্রকাশিত হয়েছে : ৩:০৮:৩৯,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
আগামীকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালকে সামনে রেখে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে থেকে ঢাকা মহানগরীতে বিজিবির সদ্যস্যরা টহল শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তা জানানো হয়নি। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি টহল দেবে বলে জিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানান, নাশকতা রোধে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে রবিবার সন্ধ্যা থেকে অবস্থান নেয়া শুরু করেছে বিজিবি সদস্যরা। বিশেষ করে সচিবালয়, কূটনৈতিক এলাকা, শাহবাগ, সংসদ ভবন এলাকা, উত্তরা, ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেয়া শুরু করেছে।
প্রসঙ্গত বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তিসহ আজকের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার প্রতিবাদ, গাজীপুরের জনসভা বানচাল এবং ১৪৪ ধারার মধ্যেই ক্ষমতাসীনদের মিছিল, বিক্ষোভের দ্বৈত নীতির প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে।