রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:৪৯,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রমনা ও বিমানবন্দর এলাকায় সোমবার ট্রেনে কাটা পড়ে দু’জন নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের বরাব এলাকায় ট্রেণে কাটা পড়ে একজন যুবক নিহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯টায় দয়াগঞ্জ ব্রিজের কাছে ট্রেনে কাটা পড়ে এক নারী (২৫) নিহত হয়। রেলওয়ে থানার এএসআই কুদ্দুস ফকির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ পাঠিয়েছেন। নিহতের পরনে লাল কামিজ ও জিন্স প্যান্ট ছিল। রমনার পেয়ারাবাগ এলাকার ১৪নং গেটে ট্রেনে কাটা পড়ে অপর এক নারী (৩৫) নিহিত হন। রেলওয়ে থানার একই পুলিশ অফিসার নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। নিহত এ নারীর পরনে ছিল লাল-হলুদ শাড়ি।
এর আগে রোববার মধ্যরাতে বিমানবন্দর রেল ষ্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন এক যুবক (২৫)। তার পরনে লাল-সাদা পায়জামা পাঞ্জাবি ছিল। রেলওয়ে থানার এসআই মোহম্মাদ আলী লাশ উদ্ধার করে রোববার রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন। এছাড়া জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দাদন মিয়া জানান, রোববার সকালে ঢাকা রাজশাহী রেলরুটের কালিয়াকৈর উপজেলার মৌচাকের বরাব এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান আরো এক যুবক (৩০)। তার পরনে প্যান্ট ও কালো কোট ছিল। আঘাতে তার মাথা থেতলে গেছে।