রাজধানীতে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত
প্রকাশিত হয়েছে : ২:৪১:৫৭,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর নিউমার্কেটের সামনের রাস্তায় দুর্বৃত্তদের ছুড়া ককটেলে সাজিয়া আফরিন (৩২) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪মার্চ) রাত পৌনে ৮টায় এ ঘটনা ঘটে। গৃহবধূর স্বামী তারেক আজিজ বলেন, আমরা নিউ মার্কেটে শপিংসহ বিভিন্ন কাজে আসছিলাম। কাজ শেষে নাখালপাড়া বাসায় ফিরে যাবো বলে মার্কেটের ২নং গেটে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলাম। হঠাৎ কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটালে আমার স্ত্রীর হাতে লাগে। তার ডান হাতে গুরুতর জখম হয়।
বর্তমানে আফরিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুমানা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, ককটেলে তার ডান হাতে গুরুতর জখম হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।