রাজধানীতে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:৩৪,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতাল বিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নানা জায়গা থেকে মিছিল করে এসে জড়ো হয় এবং প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে। এসময় মিছিল ও সমাবেশে দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে শ্লোগান দেন।
সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অভিযোগ করেন, বিরোধীদলীয় নেত্রীর ষড়যন্ত্র করে লাভ হবে না। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।