স্টাফ রিপোর্টার ::
সিলেটের ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ যুবলীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত রফিক মিয়া (৩২) হত্যাকান্ডে ২ জনের ফাসি ও ১০ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২শে আগস্ট) দুপুরে দীর্ঘ শুনানি শেষে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় ঘোষণা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ১৬ অক্টোবর ১৭ই সিলেটের ৮ নং কান্দিগাও ইউ/পি যুবলীগ কমিটি গঠন নিয়ে দু পক্ষের সংঘর্ষে গোপাল গ্রামের রফিক মিয়া (৩২) নিহত হন। এ ঘটনায় জালালাবাদ থানায় স্থানীয় আওয়ামী লীগ সমর্থক সুজাত আলীর দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১মাস পর তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার প্রাক্তন উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট মফুর মিয়া এ প্রতিবেদককে জানান, মামলার প্রথম ও দ্বিতীয় আসামী সুমন ও মকসুদকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। তৃতীয় ও চতুর্থ আসামী আব্দুস সামাদ এবং তাঁর পুত্র নাঈম আহমদকে ১০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন আদালত।
এছাড়া বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ও ২ জনকে বেকসুর খালাস দেয়া হয় বলে জানিয়েছেন পিপি মফুর মিয়া।
আদালত দ্বারা দন্ডপ্রাপ্তদের মধ্যে মকসুদ ও নাঈম আহমদ পলাতক রয়েছেন বলে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার তদন্ত কর্মকর্তা এসআই এনামুল হক চৌধুরী।