রংপুর সাহিত্য পরিষদের বুদ্ধিজীবী দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১০:২২:৫৬,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে রংপুর সাহিত্য পরিষদ।
সকালে নগরীর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে এর কর্মসূচি শুরু হয়। এরপর সংগঠনের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
রংপুর সাহিত্য পরিষদের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. জাকির হোসেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদস্য বিপ্লব প্রসাদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ড. মাফিজুল ইসলাম মান্টু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশকে মেধাশূন্য করার জন্য রাজাকার-আলবদরদের সঙ্গে নিয়ে পাক বাহিনীর সদস্যরা নির্মমভাবে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। স্বাধীনতার ৪৩ বছর হলেও এদের বিচার এখনও হয়নি।
বুদ্ধিজীবী হত্যাকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবিও জানানো হয় সভায়।